দেশজুড়ে

রাঙামাটিতে পরীক্ষার্থীদের জন্য আবাসিক হোটেলে ছাড়

  জাগো কণ্ঠ ডেস্ক ১৯ মে ২০২৩ , ৫:০৯ পূর্বাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য রাঙামাটির সব আবাসিক হোটেলে ২০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মঈনউদ্দীন সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২০, ২৭ মে ও ৩ জুন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন সময়ে রাঙামাটিতে প্রচুর পরীক্ষার্থী ও অভিভাবকদের আগমন ঘটবে। সকল পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার কথা বিবেচনা করে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপির অনুরোধে সব আবাসিক হোটেলে ২০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সব পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অতিথি সুলভ আচরণ ও সার্বিক সহযোগিতা করার জন্যও অনুরোধ জানানো হয়।

হোটেল নাদিশা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক জসীম উদ্দীন বলেন, সমিতি থেকে পরীক্ষার্থীদের ২০ শতাংশ ছাড় দেওয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে। রাঙামাটিতে সারাবছর প্রচুর পর্যটক আসেন। আমরা সবসময় তাদের সেবা দিয়ে থাকি। পরীক্ষার এই তিনদিন আমরা পরীক্ষার্থীদের জন্য কিছু করতে পারলে আমাদের নিজেদেরও ভালো লাগবে।

হোটেল মতিমহলের স্বত্বাধিকারী শফিউল নেজাম বলেন, ২০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্তকে আমরা ব্যবসায়ীরা স্বাগত জানাই। এতে করে রাঙামাটির সুনাম সারাদেশে ছড়িয়ে পড়বে। পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি।

এই বিষয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা বলেন, হোটেল মালিক সমিতির এই উদ্যোগকে আমরা স্বাগত ও ধন্যবাদ জানাই। এই সিদ্ধান্তের কারণে রাঙামাটির একটি ভালো ইমেজ তৈরি হবে।

এদিকে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার ঘোষণা দিয়েছে রাঙামাটির অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা দিতে আসা সব পরীক্ষর্থী এবং অভিভাবকদের প্রচলিত ভাড়াতেই আনা-নেওয়া করা হবে। কোনো চালক যদি অতিরিক্ত ভাড়া দাবি করে বা খারাপ আচরণ করে তাহলে সঙ্গে সঙ্গে সভাপতি (০১৮২০-৩০৬৪৭১) বা সাধারণ সম্পাদককে (০১৮২০-৩০০৯৬৪) মোবাইলে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সংগঠের সভাপতি পরেশ মজুমদার বলেন, পরীক্ষার্থী এবং অভিভাবকদের সেবা দেওয়ার জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের নিয়ে আমরা একটি স্বেচ্ছাসেবক টিম তৈরি করেছি। এই টিমের কাজ হলো অতিরিক্ত ভাড়া আদায় এবং চালকদের খারাপ আচরণ সম্পর্কিত সব অভিযোগের দেখভাল করা। স্বেচ্ছাসেবকদের তালিকা আমরা রাঙামাটি কোতয়ালী থানায় জমা দিয়েছি। পরিবহন খাতে যাতে রাঙামাটির কোনো বদনাম না হয়, সেই ব্যাপারে আমরা সচেষ্ট আছি।

উল্লেখ্য, আগামী ২০ মে বি-ইউনিট (মানবিক), ২৭ মে সি-ইউনিট (বাণিজ্য) এবং ৩ জুন এ-ইউনিট (বিজ্ঞান) বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও খবর: