দেশজুড়ে

ভোলায় ছাত্রদল সভাপতি নিহতের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

  জাগোকন্ঠ ৪ আগস্ট ২০২২ , ৪:৪৫ অপরাহ্ণ

ইবি:

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল। পুলিশের গুলিতে নিহত হওয়ায় এ প্রতিবাদ বলে দাবি তোলে তারা। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সারে ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের প্রধান ফটকে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শুরু করে চত্ত্বর ঘুড়ে বিশ্ববিদ্যালয় থানার সামনে দিয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে গিয়ে শেষ হয়।

এসময় আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ,ওমর শরীফ, রোকনউদ্দীন,সোলায়মান চৌধুরী, সালাউদ্দিন রানা, উল্লাস মাহমুদ, সদস্য রাফিজ আহমেদ, নুরুউদ্দীন, সৌরভ,রনি, সাক্ষর, মামুন,ফখরুল,তৌহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে মারা যান তিনি।

আরও খবর: