দেশজুড়ে

ভেড়ামারায় চাটাই তৈরি করে জীবিকা নির্বাহ

  জাগোকন্ঠ ২৫ জানুয়ারি ২০২৪ , ৯:১৮ পূর্বাহ্ণ

ভেড়ামারা প্রতিনিধি :

বাঁশ দিয়ে তৈরি করা চাটাই বিক্রয়ের মাধ্যমে ভেড়ামারা পৌর শহরের হিসনা ব্রীজ সংলগ্ন  কুঠি বাজার মসজিদের সামনে স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করে আসছে দীর্ঘদিন ধরে। ছবিতে কয়েকজনকে একসঙ্গে চাটাই বানাতে দেখা যাচ্ছে।

বাঁশ দিয়ে তৈরি করা চাটাই বিক্রয়ের মাধ্যমে বংশ পরম্পরায় জীবিকা নির্বাহ করে আসছেন দেলোয়ার হোসেন। পৈতৃক সূত্রে পাওয়া এ পেশা বেছে নিয়েছেন তিনি। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন পুরুষ এক সঙ্গে বসে বাঁশ দিয়ে চাটাই তৈরি করছে। এসব চাটাই যাচ্ছে এলাকার বিভিন্ন অঞ্চলে। বছরের পর বছর তারা বাঁশ দিয়ে চাটাই তৈরি করে। চাটাই তৈরীর কারিগর দেলোয়ার হোসেনসহ বেশ কয়েকজন সাথে কথা বলে জানা যায়, বেশিরভাগ সময় তারা দলবেঁধে বসে চাটাই তৈরী করেন।

একসঙ্গে বসে কাজ করার ফাঁকে ফাঁকে নানা ধরনের খোশগল্পসহ মোবাইলে গান শোনে তারা।

দেলোয়ার হোসেন জানান আমার দাদা, বাবা এই পেশার সাথে জড়িত ছিলেন। মাঝারি সাইজের একটি বাঁশ কিনতে এখন ১২০ থেকে ১৫০ টাকা লাগে। প্রতিটি মাঝারি এসব বাঁশ থেকে ১-২টি চাটাই তৈরি করা যায়।

দেলোয়ার হোসেন জানায়, গ্রাহকের চাহিদার প্রয়োজনে বিভিন্ন মাপের চাটাই তৈরি করা হয়।

এর মধ্যে ৫ ফুট প্রশস্থ ও ৭ ফুট দৈর্ঘ্যের একটি চাটাই এখন ১৫০ টাকা থেকে শুরু করে ২০০-২৫০ টাকায় বিক্রয় করেন।

ওই মাপের একটি চাটাই তৈরি করতে একটি বাঁশের অর্ধেক অংশ প্রয়োজন এবং একজন শ্রমিকের আধাবেলা সময় লাগে।

তিনি আরও জানান, বর্তমানে বাঁশের দাম বেড়ে যাওয়ায় চাটাই তৈরীতে খরচ কিছুটা বেশী হচ্ছে।

সেই সাথে অর্থের অভাবে তারা চাহিদা মাফিক বাঁশ কিনতে পারছেন না। সরকারি অথবা বেসরকারি পর্যায়ে সঠিক উদ্যোগই পারে চাটাই শিল্প রক্ষা করতে।

আরও খবর: