দেশজুড়ে

বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে ইবি শিক্ষার্থীরা

  জাগোকন্ঠ ৬ জুলাই ২০২৪ , ১০:৪৬ পূর্বাহ্ণ

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি:

সরকারি চাকরি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ শতাংশ কোটা বাতিল করে মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার (০৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থান করে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী। পরে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে জড়ো হয়।

এসময় বৃষ্টি শুরু হলেও অবরুদ্ধ রাস্তা ছাড়েনি শিক্ষার্থীরা। বেলা ১১.৪৫ টা থেকে প্রায় ৪৫ মিনিটের মতো মহাসড়কের দু’পাশে যান চলাচল বন্ধ থাকলেও এম্বুলেন্স সহ জরুরি বাহন সমূহ ছেড়ে দেই তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের কন্ঠে আওয়াজ তোলে ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’। ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’। ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’। ‘মেধা না কোটা, মেধা মেধা। ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ছাত্র ইউনিয়ন ইবি শাখার সাবেক সাধারণ সম্পাদক সুইট বলেন, আমাদের এই বৈষম্যবিরোধী সংগ্রাম একদিনের নয়। এই সংগ্রাম ১৯৫২ সাল থেকেই চলমান রয়েছে। আমার মনে হয় না মুক্তিযোদ্ধারা এই কোটা বৈষম্য টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করেছেন। তাঁরা দেশে সাম্য প্রতিষ্ঠার জন্যই মুক্তিযুদ্ধ করেছেন। আমরা কোটা বাতিলের পক্ষে না আমরা কোটা সংস্কারের পক্ষে। বাংলাদেশে ছাত্র সমাজ, গুণীজন, বিশ্লেষক ও শিক্ষাবিদদের সাথে সমন্বয় করে একটি সুষ্ঠু সমাধান বের করবেন। এই প্রত্যাশায় আমাদের এই লড়াই সংগ্রাম।

আরও খবর: