দেশজুড়ে

ফেরত পাঠানো হলো ভারতীয় তিন নাগরিককে

  জাগো কণ্ঠ ডেস্ক ২৯ মার্চ ২০২৩ , ১০:০৮ পূর্বাহ্ণ

সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হওয়া তিন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিন ভারতীয় হলেন- রামু দেববর্মা, মিলন দেববর্মা ও স্বপন দেববর্মা। তাদের সবার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানা এলাকায়।

dhakapost

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, গত বছরের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে ওই তিন ভারতীয় নাগরিককে আটক করে টহলরত বিজিবি সদস্যরা। তারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হলে আদালত প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন।

তিনি আরও বলেন, কারাভোগ শেষে ওই তিন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলে। এর প্রেক্ষিতে আজ দুপুরে তাদেরকে চেকপোস্ট দিয়ে বিএসএফ ও ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর: