দেশজুড়ে

প্রকাশিত সংবাদের প্রতিবাদে দেওয়ানগঞ্জে সংবাদ সম্মেলন

  জাগোকন্ঠ ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ১:২৮ অপরাহ্ণ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ  উপজেলার দৈনিক ইনকিলাব পত্রিকায় বিনা অনুমতিতে  সরকারী গাছ কর্তন শিরোনামে একটি সংবাদ  প্রকাশিত হয়  ১৬ সেপ্টেম্বরে। প্রকাশিত সংবাদের প্রতিবাদে (১৯ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ হাট বাজার কমিটির আয়োজনে  সংবাদ  সম্মেলন অনুষ্ঠিত  হয়, এতে লিখিত বক্তব্য পাঠ করেন  দেওয়ানগঞ্জ হাট বাজার কমিটির সদস্য মহিবুল হাসান যুবরাজ ।
তিনি বলেন,  আমি দেওয়ানগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাকে ও দলের ভাবমূর্তি  এবং  সমাজে হেয়  করা হীন মনমানসিকতা  পর্যবসিত হয়ে আমার রাজনৈতিক  প্রতিপক্ষ সংশ্লিষ্ট  সংবাদ দাতাকে মিথ্যা  তথ্য  প্রদান করে।
উক্ত প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে, সংবাদ  প্রকাশ করা হয়েছে  তা সম্পুর্ন বানোয়াট এবং  উদ্দেশ্য প্রণোদিত।  আমি ঐ প্রকাশিত সংবাদের তীব্র  প্রতিবাদ ও নিন্দা  জানাচ্ছি ।

তিনি আরও  বলেন, বট গাছটির শিকড় পচেঁ গিয়ে সাম্প্রতিক  সময়ে বৃষ্টিপাতের কারণে মাটিতে  উপড়ে পড়ে।  সাপ্তাহে ২ দিন  গৃহপালিত পশুর  হাট বসে  এতে জনগণের  চলাচল বিক্রির ক্ষত্রে সমস্যা  সৃষ্টি হয়।

উল্লেখ  যে,  আমি একজন  হাট কমিটির  সদস্য  উক্ত গাছটি  জনস্বার্থ  গত শুক্রবার  গাছটি কেটে  ভূমি অফিসের সামনে  হেফাজতে  রাখি। যা সেখানে এখনো  বিদ্যমান ।

এ সময়  উপস্থিত  ছিলেন,  দেওয়ানগঞ্জ  হাট- বাজার ইজারাদার  মাহবুবুর  রশিদ ( মাহবুব) ,  মোস্তাফিজুর রহমান  চাঁন সাংগঠনিক সম্পাদক  দেওয়ানগঞ্জ  উপজেলা আওয়ামীলীগ,  বিকাশ  কবির ইমরান যুব ও ক্রীড়া সম্পাদক  দেওয়ানগঞ্জ  উপজেলা আওয়ামীলীগ ।

আরও খবর: