আন্তর্জাতিক

পাকিস্তানে ৭ বছরে এইডস রোগীর হার বেড়েছে ৭০ শতাংশ

  জাগো কণ্ঠ ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:১৩ পূর্বাহ্ণ

২০১৬ থেকে ২০২২— সাত বছরে পাকিস্তানে এইডস রোগীর হার বেড়েছে ৭০ শতাংশ। এইডসের বিস্তার নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত সরকারি সংস্থা ন্যাশনাল এইচআইভি কন্ট্রোল সেন্টার শনিবার এক বিবৃতেতে নিশ্চিত করেছে এ তথ্য।

ন্যাশনাল এইচআইভি কন্ট্রোল সেন্টারের বিবৃতি অনুযায়ী, ২০১৬ সালে পাকিস্তানে এইডস রোগীর সংখ্যা ছিল প্রায় ১৭ হাজার। ৭ বছর পর, ২০২২ সালের ডিসেম্বরে এই সংখ্যা বেড়ে পৌঁছেছে প্রায় ৫৯ হাজারে।

পাকিস্তানের চার প্রদেশের মধ্যে এইডস রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে পাঞ্জাবে। ২০১৬ সালে যেখানে পাঞ্জাবে ৬ হাজার ৮৭৫ জন এইডস রোগী ছিল, সেখানে ২০২২ সালের ডিসেম্বরে এই সংখ্যা ৩১ হাজার জন ছাড়িয়েছে। শতকরা হিসেবে ৭ বছরে প্রদেশটিতে রোগীর সংখ্যা বেড়েছে ৮০ শতাংশ।

শতকরা হিসেবে একই হারে রোগী বেড়েছে বেলুচিস্তান প্রদেশেও। ২০১৬ সালে প্রদেশটিতে এইচআইভি রোগীর সংখ্যা ছিল ৩৪৫ জন; ২০২২ সালে এই সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৭৫৯ জনে।

সিন্ধু প্রদেশে ২০১৬ সালে এইডস রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ১৮৩ জন। ২০২২ সালের ডিসেম্বরে এই সংখ্যা বেড়ে পৌঁছেছে ১৬ হাজার ৭৬৫ জনে। শতকরা হিসেবে এই প্রদেশটিতে রোগীর সংখ্যা বেড়েছে ৬৯ শতাংশ।

দেশটির ‍উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ২০১৬ সালে ২ হাজার ৩৮৪ জন এইডসরোগী ছিলেন। ২০২২ সালের ডিসেম্বরে এই সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। শতকরা হিসেবে পাকিস্তানের এই প্রদেশে রোগীর বেড়েছে ৫০ শতাংশেরও বেশি।

তুলনামূলকভাবে এইডস রোগীর সংখ্য সবচেয়ে কম বেড়েছে রাজধানী ইসলামাবাদে। ২০১৬ সালে ইসলামাবাদে এইডস রোগী ছিলেন ২ হাজার ২২৭ জন। ২০২২ সালের ডিসেম্বরে এই সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৭১১ জনে।

সূত্র : জিও টিভি

আরও খবর: