জাতীয়

পরিচয় লবণ ব‌্যবসায়ী, আড়ালে ফেরি করে ইয়াবা কারবার

  জাগো কণ্ঠ ডেস্ক ২১ মে ২০২৩ , ১২:৪৪ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. ফয়েজ আলমের (৩৯) বাড়ি কক্সবাজারে। শনিবার (২০ মে) রাতে টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার ফয়েজ যাত্রীর ছদ্মবেশে ছাউনি কিংবা গাড়িতে থাকে, এরপর কৌশলে ইয়াবা বিক্রি করতেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর ট্যাকনিক্যাল মোড় যাত্রী ছাউনির সামনে থেকে মাদকসহ ফয়েজকে গ্রেপ্তার করা হয়। তখন তার দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে সাভারে তার বাসায় তল্লাশি চালিয়ে আরও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি মহসীন আরও বলেন, ফয়েজ মূলত লবণ ব্যবসায়ী। এলাকায় সবাই তাকে লবণ ব্যবসায়ী হিসেবেই চেনে। কিন্তু আড়ালে তিনি ইয়াবা বিক্রি করেন। কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। তিনি কোনো যাত্রী ছাউনি কিংবা কোনো গণপরিবহনে থাকেন। সেখানেই মাদকসেবী দেখলে তাদের কাছে ইয়াবা বিক্রির প্রস্তাব দেন।

শ‌নিবার রাতে গ্রেপ্তারের সময়ও যাত্রী ছাউনিতে ক্রেতার অপেক্ষায় ছিলেন ফয়েজ। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।