দেশজুড়ে

নোবিপ্রবি শিক্ষার্থীদের ৯ দফা দাবি উত্থাপন!

  জাগোকন্ঠ ১৮ আগস্ট ২০২৪ , ৪:১৮ অপরাহ্ণ

মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধি:

আজ ১৮ই আগস্ট বিকাল ৩ঃ৩০ ঘটিকায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৯ দফা দাবি প্রস্তাব করা হয় নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান স্যারের কাছে।

এই দাবি উত্থাপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন নোবিপ্রবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, নোবিপ্রবি বিএনসিসির প্রতিনিধিগণ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। নোবিপ্রবির শিক্ষার্থীদের পক্ষ থেকে দীর্ঘদিনের অপূর্ণ ও গুরুত্বপূর্ণ দাবিগুলো উপস্থাপন করেন নোবিপ্রবির ১৮তম আবর্তনের, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহতাব চৌধুরী। এই সময় তিনি নিম্নোক্ত দাবিসমূহ তুলে ধরেনঃ

দাবি সমূহঃ
১. মাইজদী শহরে সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে।
২. প্রযুক্তি রোডে ফুটপাতে অবৈধভাবে স্থাপিত সকল স্থাপনা স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। ভবিষ্যতে কেউ যেনো এই ফুটপাত দখল করতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
৩. প্রযুক্তি রোডের সংস্কার, মেরামত ও সৌন্দর্য বর্ধনের প্রকল্প নিতে হবে এবং তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সিএনজি স্ট্যান্ডের জায়গায় ওয়াকওয়ে, সাইনবোর্ড ও সৌন্দর্য বর্ধনের জন্য গাছপালা লাগতে হবে এবং তা রক্ষনাবেক্ষণের জন্য লোক নিয়োগ দিতে হবে। সেই সাথে প্রযুক্তি রোডে নির্দিষ্ট দূরত্ব পরপর স্ট্রিট ল্যাম্প স্থাপন করতে হবে।
৪. যানজট নিরসনে সোনাপুর জিরোপয়েন্টে গোলচত্ত্বর স্থাপন এবং একাধিক দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রাফিক পুলিশ স্থায়ীভাবে নিয়োগ দিতে হবে।
৫. ফুটপাতে অবস্থিত ময়লা-আবর্জনার ভাগাড় স্থায়ীভাবে সরাতে হবে।
৬. খাল পরিস্কারের উদ্যোগ নিতে হবে এবং রাস্তা সংরক্ষণে খালে গার্ড ওয়াল স্থাপন করতে হবে।
৭. রাস্তার পাশে অবাধে বেড়ে উঠা বড় গাছের ঢালপালা অপসারণ করতে হবে।
৮. ‘প্রযুক্তি রোডে’ দূর্নীতি ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত সিএনজি কামালসহ জড়িত কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনগত উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে।
৯. গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ও সকল জায়গায় গণপরিবহনের নায্য ভাড়া নির্ধারণ করতে হবে।

এই দাবিসমূহ প্রস্তাবের পর তিনি সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরেন এবং ডিসি মহোদয়কে দ্রুত দাবিসমূহ পূরণের আহ্বান করেন।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বনি ইয়ামিন (সমন্বয়ক, নোবিপ্রবি), মাহমুদুল হাসান আরিফ (সমন্বয়ক, নোবিপ্রবি), আব্বাস আলী সাইফুল (সমন্বয়ক, নোবিপ্রবি) বক্তব্য রাখেন।

তাছাড়াও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবিগুলোর পক্ষে আলোচনা করেন, ১৪তম ব্যাচের শিক্ষার্থী আহমেদ বাবু, ১৬তম ব্যাচের শিক্ষার্থী সাজিদ খান, ১৬ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তৌহিদ ও জায়েদুল ইসলাম।

জেলা প্রশাসক জানান, তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে এই দাবিসমূহের ব্যাপারে আলোচনা করবেন। তিনি এই যৌক্তিক দাবিসমূহ পূরণের আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১৪ই আগস্ট তিনি সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে নোবিপ্রবির প্রযুক্তি রোডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। সাধারণ শিক্ষার্থীরা তাঁর এই তড়িৎ পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

আরও খবর: