জাগোকন্ঠ ১৭ জানুয়ারি ২০২৪ , ৩:৪৮ অপরাহ্ণ
নূর ই ইলাহী দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
যৌতুকের টাকা দিতে না পারায় মামনি আক্তার (৩০) নামে এক গৃহবধূকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতনের শিকার ওই গৃহবধূ আহতাবস্থায় স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
মামনি আক্তার দেওয়ানগঞ্জ উপজেলার চকারচর গ্রামের আল আমিনের স্ত্রী। তাদের সংসারে দশবছরের একটি ছেলে ও একবছরের একটি কন্যা সন্তান রয়েছে।
এ ঘটনায় মামনি আক্তার নিজে বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে মনিরা উল্লেখ করেন, প্রায় ১২ বছর পুর্বে চকারচর গ্রামের মেহের আলীর ছেলে আল আমিনের সাথে বিয়ে হয়। বিয়ের সময় আল আমিনকে গহনা ও আসবাবপত্রসহ পরবর্তীতে নগদ দুই লাখ টাকা দেওয়া হয়। এরপর আল আমিন মামনি আক্তারের কাছে আরও যৌতুকের চার নাখ টাকা দাবী করেন। যৌতুক না পেয়ে স্ত্রীকে প্রায়ই মারধর করেন তিনি।মামনি মারধর সইতে না পেয়ে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে স্বামীকে সমস্ত টাকা দেই।
গত ২৫ ডিসেম্বর ২০২৩ পিতার বাড়ি থেকে চার লাখ টাকা এনে দেওয়ার জন্য মনিরাকে চাপ দেন আল আমিন। কিন্তু মামনি তাতে অস্বীকৃতি জানালে আল আমিন ও তার পরিবারের সদস্যরা তাকে মারধর করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়,আল আমিন লাঠি দিয়ে মারপিট শুরু করলে তার চিৎকার চেচামেচিতে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে। স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করে বাবার বাড়িতে পাঠায়।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান,‘অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযোগের বিষয়ে আল আমিনের সঙ্গে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।