দেশজুড়ে

দেওয়ানগঞ্জে যমুনার তীরে অবৈধ বালুর পাহাড়

  জাগোকন্ঠ ৩ ডিসেম্বর ২০২৩ , ২:২৭ অপরাহ্ণ

দেওয়ানগঞ্জ( জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের গুজিমারি এলাকার যমুনা নদীর তীরে গড়ে উঠেছে অবৈধ বালুর রমরমা ব্যবসা । যমুনার পাড় যেনো সাদা বালুর পাহাড় । গত ১৫ বছরে উপজেলা প্রশাসন একবারও উঁকি দেয়নি বলে অভিযোগ তুলেছে যমুনা পাড়ের মানুষেরা।

যমুনার কড়াল গ্রাসে দেওয়ানগঞ্জ উপজেলার মানচিত্র অনেকটাই ছোট হয়ে গেছে। প্রতিবছর যমুনা গিলছে বসতভিটা ও ফসলি জমি । এছাড়াও ভাঙনের হুমকিতে রয়েছে শত শত বিঘা ফসলি জমি, বসতভিটা সহ সরকারি-বেসরকারি কোটি টাকার স্থাপনা । তবুও যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন থামছেই না ।
ভরা বর্ষায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন বাল্কহেড এবং শুকনো মৌসুমে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ও সংরক্ষণ করে আসছে বালু মহল চক্রটি । স্বাচ্ছন্দে ব্যাবসা পরিচালনার জন্য ক্ষমতার প্রভাব খাটিয়ে নদীর তীরে গড়ে তোলেছে তিনটি বাণিজ্যিক ঘর । একটি দ্বি-তল বিল্ডিং, একটি টিনের দোচালা এবং আরেকটি ছাপড়া ঘর ।
সরেজমিনে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, এই অবৈধ বালু ব্যাবসার সাথে জড়িত ধলু, বাবুল, মুক্তার মেলেটারি, দোহা, হাসমত সহ রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা । এখানে প্রায় ১৫ বছর ধরে বালুর রমরমা ব্যবসা করে আছে চক্রটি । কিন্তু উপজেলার নির্বাহী কর্মকর্তা , এসিল্যান্ড কখনো ভ্রাম্যমান আদালত পরিচালনা করেনি । বালু ব্যাবসায়ীরা জনসম্মুখে গাল গল্পে বলে, সব জায়গায় হাতে আছে মাসিক টাকা দেই । তাই উপজেলা প্রশাসন এখানে কখনোই আসবে না ।দেখা যায়, নদীর তীর রক্ষা মূলক পাথরের ব্লক গুলো সরিয়ে নিয়ে ভাঙ্গা সড়ক ও বালু ব্যাবসার কাজে ব্যাবহার করছে চক্রটি ।
যমুনা পাড়ের সরকারপাড়া গ্রামের বাচ্চু মিয়া, দাসপাড়া এলাকার রুমি, আবেদা, সজীব সহ অনেকেই বলেন, নদীর তীরবর্তী এলাকাটি চুকাইবাড়ি ইউনিয়নের মধ্যে । কিন্তু বালু বিক্রি করে আসছে পৌরসভার সড়কগুলো ব্যাবহার করে । এতে অন্যান্য সড়কের পাশাপাশি চর ভবসুর দাসপাড়া-কালিতলা বাজারের ১ কি.মি সড়ক খনাখন্দে ব্যাবহারের অনুপোযোগী হয়েছে । সামান্য বৃষ্টিতে হাটু পানি জমে। এছাড়াও শুকনো মৌসুমে ধুলোবালির কারনে আশপাশের এলাকাগুলোতে বসবাস করা কষ্টকর হয়ে যায় । আমরা গরিব, নিরীহ মানুষ প্রতিবাদ আমাদের শোভা পায়না। তবে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি । কারণ কতিপয় কিছু অসাধু লোকের সুবিধা ভোগের কারনে যমুনার হুমকির মুখে রয়েছে পুরো দেওয়ানগঞ্জবাসী ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, সহকারী কবমিশনার ভূমি মো. আশরাফ আলী সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স জাগো কন্ঠ’ কে একই ভাবে বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন আইনত দন্ডনীয় । যারা অবৈধ ব্যবসার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

আরও খবর: