দেশজুড়ে

দেওয়ানগঞ্জে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  জাগোকন্ঠ ৭ অক্টোবর ২০২৩ , ২:৫৮ অপরাহ্ণ

দেওয়ানগঞ্জ(জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শনিবার পৌনে ১১ টায় তার পারিবারিক গোরস্হানে সমাহিত করা হয়।
শুক্রবার বিকাল ৫ ঘটিকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্হায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর। তিনি এক স্ত্রী,২ কন্যা,১পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এই ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা বদিউররহমান তালুকদার১৯৩৪ সালের ২৬ মার্চ দেওয়ানগঞ্জ উপজেলা শহরের কালিকাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত ছমির উদ্দিন তালুকদার এবং মাতা মৃত ছলিমন নেছা।
তিনি ৫২’র ভাষা আন্দোলন ও ৭১’র মহান মুক্তিযুদ্ধে আংশ গ্রহণ সহ দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

৫২”র ভাষা আন্দোলন – মাতৃ ভাষা বাংলা চাই, আন্দোলনের সক্রিয় সংগঠক হওয়ার অপরাধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে দেওয়ানগঞ্জ সমবায় উচ্চ বিদ্যালয় থেকে বহিস্কার করে তার ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছিলো। এ ঘটনার পর দীর্ঘদিন তিনি কোনো বিদ্যালয়ে ভর্তি হতে পারেননি।

এই ভাষা সৈনিক ১৯৭১ সালের ১১ এপ্রিল থেকে মহান মুক্তিযুদ্ধের পুরো সময়কালে ১১নং সেক্টরের মহেন্দ্রগঞ্জ সাব সেক্টরের মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মহান স্বাধীনতা যুদ্ধেও পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন এবং ছিনিয়ে এনেছেন লাল সবুজের বাংলাদেশ।

আরও খবর: