দেশজুড়ে

দাসের জঙ্গল বাজার বণিক সমিতি নির্বাচনে সম্ভাব্য সভাপতি প্রার্থী সাখাওয়াত হোসেন (সুজন হাওলাদার)

  জাগোকন্ঠ ১২ সেপ্টেম্বর ২০২৪ , ১১:১২ পূর্বাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বন্দর বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে সাবেক বাজার বণিক সমিতির সভাপতি অত্র বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সেকান্দর আজম হাওলাদার সাহেবের বড় ছেলে সাবেক ব্যাংকার এবং বর্তমানে মেসার্স ইন্টেরিয়র হোম ডেকর এর স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন সুজন হাওলাদার এর নাম শোনা যাচ্ছে।

গত ২৪ শে আগষ্ট রোজ রবিবার বণিক সমিতি নির্বাচনের প্রস্তুতির জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে যেখানে আহ্বায়ক হয়েছেন কাজল মাতাব্বর, সদস‍্য সচিব জাহাঙ্গীর মিয়াজী এবং কোষাদক্ষ হিসেবে বেনজির আহমেদ বেপারী। এরপর থেকেই সুজন হাওলাদার বাজারের ব্যবসায়ীদের নিকট গিয়ে কুশল বিনিময়সহ দোয়া, সহযোগিত চেয়েছেন। তিনি জানান ১৭ বছর যাবত এই বাজারে বণিক সমিতির নির্বাচন না হওয়ায় ছিল না কোন শৃংখলা, যার ফলে বাজারে চুরি, ডাকাতি, ব্যবসায়ীদের উপর হামলা, দখলদারিত্ব, লুটপাটসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা গেছে। বাজারের বিভিন্ন রাস্তাঘাট, অলিগলিতে  অব‍্যবস্থাপনা যার কারনে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এই কারণে ব্যবসায়ীরা একজন সৎ, নিষ্ঠাবান ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, আদর্শবাদী সফল ব্যবসায়ী যার হাত ধরে ফিরে পাবে এই বাজারের ঐতিহ্য এইরকম একজনকে বাজারের দ্বায়িত্ব ন্যাস্ত করতে চায়।

বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, মরহুম আজম হাওলাদার ভাইয়ের মত একজন যোগ্য ব্যক্তি বণিক সমিতির দায়িত্ব পেলে নিঃস্বার্থ ভাবে বাজার উন্নয়নের কাজ করতে পারবে এবং আমরাও তাকে সহযোগিতা করবো।

আরও খবর: