জাতীয়

তিস্তায় খাল খনন নিয়ে কূটনৈতিক পত্রের জবাব দেয়নি ভারত

  জাগো কণ্ঠ ডেস্ক ২৩ মার্চ ২০২৩ , ১০:০৭ পূর্বাহ্ণ

তিস্তার পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গে নতুন করে দুটি খাল খননের বিষয়ে জানতে চেয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া কূটনৈতিক পত্রের (নোট ভারবাল) জবাব এখনো দেয়নি ভারত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতীয় হাইকমিশনকে একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছি। সেই কূটনৈতিক পত্রের উত্তর এখনো আসেনি। উত্তর আসলে এ বিষয়ে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।

গত ১৯ মার্চ তিস্তার পানি প্রত্যাহারে দুটি খাল খননের বিষয়ে নয়া দিল্লির কাছে কূটনৈতিক পত্র পাঠানোর বিষয়টি সাংবাদিকদের জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এর আগে, খাল খননের বিষয়ে নয়া দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চেয়ে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

সম্প্রতি ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের জন্য প্রায় এক হাজার একর জমির মালিকানা পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সেচ বিভাগ।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে সেচ বিভাগকে জমির মালিকানা হস্তান্তর করেছে জলপাইগুড়ির জেলা প্রশাসন। এ জমির মাধ্যমে তিস্তার পূর্ব তীরে দুটি খাল খনন করবে প্রশাসন।

আরও খবর: