জাতীয়

ট্রেনে ফেরার পাশাপাশি ঢাকাও ছাড়ছেন অনেকে

  জাগো কণ্ঠ ডেস্ক ২৬ এপ্রিল ২০২৩ , ১১:৩৯ পূর্বাহ্ণ

ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলেছে গত ২৪ এপ্রিল। ঈদ শেষে যত মানুষ ঢাকায় ফিরেছেন, তার চেয়ে বেশি মানুষ ছেড়েছেন। ফেরার পাশাপাশি এখনও বহু মানুষ ঢাকা ছাড়ছেন ট্রেনে চড়ে।

বুধবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্রতিটি প্লাটফর্মে বিভিন্ন ট্রেনে ঢাকা ছাড়তে যাওয়া শত-শত মানুষের ভিড়। অপেক্ষায় আছেন ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের। অন্যদিকে কোনো ট্রেন গন্তব্য থেকে প্লাটফর্মে এসে থামলে মনে হয় ঢাকায় ফেরার স্রোত নেমেছে মানুষের।

সকাল ৯টা ২ মিনিটে ৩ নাম্বার প্লাটফর্মে থামে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেন। ট্রেন থামতেই প্রতিটি বগি থেকে নামেন হাজারও মানুষ। মন না চাইলেও এ যেন কার্মের তাগিদে আবার ফিরে আসা।

ওই ট্রেনে দিনাজপুর থেকে ৪ সদস্যের পরিবার নিয়ে ঢাকায় ফিরেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা শাহরিয়ার আহমেদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, বাবা-মা বাড়িতেই থাকেন। তাদের বারবার বললেও তারা শহরে আসতে চান না। এখন আমিও আর জোর করি না। শেষ সময়ে তারা যেখানে থেকে প্রশান্তি পায়, থাকুক।

dhakapost

তিনি আরও বলেন, অনেকদিন পরপর বাড়িতে যাওয়া হয়। এরমধ্যে দুই ঈদ অন্যতম। বাড়িতে গেলে এই শহরে ফিরতে ইচ্ছে করে না। যতটুকু সময় পারি, বাবা-মার সঙ্গে থেকে আসি। ফিরতে ইচ্ছে না করলেও কাজের তাগিদে ফিরতেই হয়।

শান্তাহার থেকে আসা মিজানুর রহমান বলেন, ট্রেনে ঢাকায় ফিরতে কোনো অসুবিধা হয়নি। এবার কিছু লোক দাঁড়িয়ে এলেও অন্যান্য বছরগুলোর মতো মাথার ওপর দাঁড়িয়ে থাকার লোক হয়নি। সেই হিসেবে এবার ট্রেনভ্রমণ ভালো ছিল।

ঠাকুরগাঁও থেকে আসা আব্দুর সালাম বলেন, পুরো ট্রেনে কোনো ভিড় ছিল না। ট্রেনের ভেতর কিছু লোক দাঁড়ানো থাকলেও চলাচল করতে কোনো অসুবিধা হয়নি। আজ ট্রেন মোটামুটি ঠিক টাইমেই এসেছে।

এদিকে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের সময় যানজট হওয়া, ভোগান্তির কথা চিন্তা করে বাড়ি যাওয়া হয়নি। তারা অনেকেই এখন বাড়ির পথ ধরেছেন।

dhakapost

নওগাঁগামী মর্জিনা  বলেন, আমার মেয়ে এবং মেয়ের জামাই ঢাকায় থাকে। আমিই একমাত্র বাড়িতে থাকি। ঈদে পরিবার নিয়ে বাড়ি যাওয়ার জটিলতায় তাদের অনুরোধে আমিই ঢাকায় চলে আসি। ঈদ শেষে আজকে বাড়ির পথ ধরেছি। যাতায়াত করতে তেমন কোনো অসুবিধা হয়নি।

পঞ্চগড়গামী আব্দুল বারেক বলেন, ঈদের সময় টিকিট সংগ্রহ করতে পারিনি। এছাড়া বাসে যানজট হওয়ার আশঙ্কায় আমি আর তখন বাড়িতে যাইনি। আজ যাচ্ছি, বেশ কয়েকদিন বাড়িতে কাটিয়ে ঢাকায় ফিরব।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন  বলেন, সকাল সাড়ে নয়টা পর্যন্ত ১০টি ট্রেন ঢাকায় পৌঁছেছে। ট্রেনগুলোর তেমন কোনো বিলম্ব হয়নি।

আরও খবর: