দেশজুড়ে

গোসাইরহাট পৌরসভার ময়লা ফেলা হচ্ছে সড়কের পাশে

  জাগোকন্ঠ ১ জুলাই ২০২৪ , ১:১০ অপরাহ্ণ

গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি:

গোসাইরহাট পৌরসভা প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে। প্রতিষ্ঠিত ১২বছর অর্থাৎ ২০২৩ সালের জুলাই মাসে নির্বাচন হলে সেখানে মেয়র পায় পৌরবাসী একইবছর পৌরসভাটি খ শ্রেণিতে উন্নীত হয়। পৌরসভার বয়স ১৩ বছর পার হলেও এখন পর্যন্ত পৌরসভা কর্তৃপক্ষ শহরের ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্মাণ করতে পারেনি বর্জ্যশোধনাগার। ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান না থাকায় একেক সময় একেক জায়গায় ও খোলা রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা।

বিগত ৫ বছরের বেশি সময় ধরে ময়লা ফেলা হচ্ছে পৌর এলাকার ডাকবাংলোর দক্ষিন পুর্বপাশে স্কুল – কলেজে যাওয়ার সড়কের পাশে। খোলা জায়গা ও মহাসড়কের পাশে হওয়ায় প্রতিদিন দুর্গন্ধে চরম বিড়ম্বনায় ছাত্র ছাত্রী-এলাকাবাসীসহ সাধারণ পথচারী ও আশাপেশর বসত বাড়ির বাসিন্দারা। পরিবেশ হচ্ছে দূষিত। স্থানীয়দের দাবি পৌরসভা কর্তৃপক্ষ যেন দ্রম্নত খোলা জায়গায় ময়লা ফেলা বন্ধ এবং বর্জ্য শোধনাগার নির্মাণ করে।

জানা যায়, বাজারে কেন্দ্রীক এই সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত ১ হাজার মানুষ হাটা সহ বিভিন্ন যানবাহনে যাতায়াত করেন। পৌরসভার এই ৫নম্বর ওয়ার্ডের এহ এলাকায় প্রতিদিন বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা নিয়ে আসা হচ্ছে এখানে। ৫বছরেরও বেশি সময় ধরে ময়লা-আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীদের পাশাপাশি যাত্রী ও চালকসহ স্থানীয় বাসিন্দারা। এখান থেকে ময়লা-আবর্জনা সরাতে বার বার তাগিদ দিলেও কোনো সমাধান পাননি। এতে যে কোনো রুগবালাইসহ স্বাস্থ্যর বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিচ্ছে।

গোসাইরহাট পৌর মেয়র মো.আবদুল আউয়াল সরদার জানান, পৌরসভার জায়গা সংকটের কারণেই অন্যত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এজন্য সরকারের কাছে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। আশা করছি, জাগয়া পেলে শিগগিরই এই সমস্যার সমাধান হবে।

আরও খবর: