দেশজুড়ে

গোসাইরহাট পৌরসভার বাজেট ঘোষনা করা হয়েছে

  জাগোকন্ঠ ২৮ জুন ২০২৪ , ১১:৪৩ পূর্বাহ্ণ

গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি

গোসাইরহাট পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভা ২০২৪-২৫ অর্থ বছরে ৩৯কোটি ৬৯ লাখ ৪০হাজার টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। বাজেট পেশ করেন পৌরসভার মেয়র মো.আবদুল আউয়াল সরদার।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় ৭কোটি ৩৪লাখ ১০হাজার প্রস্তাব করা হয়েছে এবং রাজস্ব খাতে মোট ব্যয় ৬কোটি ৯৪লাখ ৫০হাজার টাক প্রস্তাব করা হয়েছে।একইসাথে উন্নয়খাতে মোট আয় ৩২কোটি ৩৫লাখ ৩০হাজার টাকা প্রস্তাব করা হয়েছে এবং উন্নয়ন খাতে মোট ব্যয় ৩২কোটি ৩৫লাখ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। একইসাথে সার্বিক বাজেটে ৩৯ লাখ৬০হাজার টাকা উদ্বৃত্ত আয় ব্যয় প্রস্তাব করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ নুরুল আমিন রাড়ী, প্যানেল মেয়র-২ আলি আকবর সরদার, সংরক্ষিত নারী কাউন্সিলর মায়া বেগম,তাহমিনা,শেফালী বেগম, কাউন্সিলর হুমায়ুন সিকদার,মফিজ শেখ,অহিদুল চৌকিদার,অনির্বান ঘোষ, আনোয়ার গাজী, বিপ্লব ঢালী,ডালিম সরদার এবং পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল আলিম মোল্লা প্রমুখ।

পৌর মেয়র মো.আবদুল আউয়াল সরদার বলেন, গোসাইরহাট পৌরসভার নাগরিক সেবা নিশ্চিতকরণ সহ এলাকার উন্নয়নের জন্য প্রস্তাবিত বাজেট করা হয়েছে। তিনি বাজেটের সব উন্নয়ন কাজ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

আরও খবর: