দেশজুড়ে

উচ্ছেদ করা হলো নোবিপ্রবি’র প্রযুক্তি রোডের ফুটপাতের অবৈধ স্থাপনা!

  জাগোকন্ঠ ১৬ আগস্ট ২০২৪ , ১০:০৭ পূর্বাহ্ণ

মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধিঃ

গত ১৪ই আগস্ট নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান স্যারের নির্দেশে উচ্ছেদ করা হয় সোনাপুর জিরো পয়েন্ট তথা প্রযুক্তি রোডসহ আশে পাশের অবৈধ সকল স্থাপনা।

এই নিয়ে জাগোকন্ঠের প্রতিনিধি মাহতাব চৌধুরী গত ১১ই আগস্ট একটি সংবাদ প্রতিবেদন তৈরী করেন, যেখানে প্রযুক্তি রোডের সমস্যা, দূর্নীতির তালিকা ও অন্যান্য অনুসন্ধানী তথ্য প্রকাশ করেন। এরপর সেই নিউজটি জেলা প্রশাসককেও পাঠান। এরই ভিত্তিতে জেলা প্রশাসক তড়িৎ পদক্ষেপ নেন উক্ত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তিনি উক্ত এলাকায় ১২ই আগস্ট সকল দোকানদারদের সতর্ক করেন। এরপর তিনি নোয়াখালী সদরের এসি ল্যান্ড শাহনেওয়াজ তানভীর স্যারকে উচ্ছেদ অভিযান পরিচালনার দায়িত্বভার দেন।

উল্লেখ্য, এই রোডে অবৈধভাবে দোকানপাট, সিএনজি স্ট্যান্ড ও হকারদের থেকে সিএনজি কামালসহ তার দোসররা চাঁদাবাজি করতো।

তানভীর স্যার (এসি ল্যান্ড) উচ্ছেদ অভিযানের প্রথমে ঐ জায়গার ছক আঁকেন এবং তা সরেজমিনে পরিদর্শন করেন। এরপরই পূর্ব নোটিশ অনুযায়ী তিনি দুপুর ১১ঃ১৫ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন যা দুপুর ১ঃ৩০ এ শেষ করেন। এর পূর্বে তিনি দোকানদারদের মালামাল সরানোর সুযোগ দেন।

এই উচ্ছেদ অভিযানে, নোবিপ্রবি বিএনসিসির ক্যাডেটগণ স্বতস্ফুর্তভাবে সহযোগিতা করেন। এছাড়া স্থানীয় লোকেরাও সহযোগিতা করেন।

সিএনজি স্ট্যান্ডের পুনর্বাসনের অংশ হিসেবে তাদেরকে দানারহাট নামক জায়গায় স্থানান্তরিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সিএনজি চালকেরা আদেশের তোয়াক্কা না করে আবারো সিএনজি বসিয়ে জায়গাটি দখল করে নেয়।

এ ব্যাপারে নোবিপ্রবির এক শিক্ষার্থী জানায়, যদি এই জায়গা থেকে অবৈধ দখল স্থায়ীভাবে উচ্ছেদ করতে হয় তাহলে এখানে ওয়াকওয়ে নির্মান, বৃক্ষরোপন ও সৌন্দর্য বর্ধনের বিভিন্ন কর্মসূচী গ্রহণের মাধ্যমে সম্ভব হবে।

এছাড়াও নোবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীদের আরো কিছু দাবি আছে, যা তারা জেলা প্রশাসকের কাছে উত্থাপন করবে বলে জানান।

আরও খবর: