দেশজুড়ে

ঈদে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হওয়া তিন বন্ধুর একজন নিহত

  জাগো কণ্ঠ ডেস্ক ২২ এপ্রিল ২০২৩ , ১২:৫৪ অপরাহ্ণ

ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন তিন বন্ধু। বাসচাপায় এক বন্ধু নিহত হয়েছেন। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ওই তরুণের নাম জুবায়েত হাসান (২০)। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন। জুবায়েত ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মৃত শহিদুল ইসলামের ছেলে। আহত দুই তরুণের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা একই এলাকার বাসিন্দা ও বন্ধু বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনিস্টিউটিটের ভাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে সদরপুরের রামচন্দ্রপুর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘুরতে আসছিলেন তারা। বিকেল সোয়া পাঁচটার দিকে এক্সপ্রেসওয়েতে উঠার আধা কিলোমিটার আগে ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের দিক থেকে আসা একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে জুবায়েত নিহত হন। বাকি দুইজনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, একটি অজ্ঞাত বাসের চাপায় মোটরসাইকেলের চালক জুবায়েত নিহত হন। বাসটি চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর: