দেশজুড়ে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগের পরিক্ষা স্থগিত

  জাগোকন্ঠ ৩১ অক্টোবর ২০২৩ , ১২:২৭ অপরাহ্ণ

নাইমুর রহমান, ইবি প্রতিনিধি:
অনিবার্য কারণবশত আগামী দুই দিনের অনুষ্ঠিতব্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব বিভাগের যাবতীয় পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনিবার্য কারণবশত আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম ও অফিসসমূহ যথারীতি চলবে।
এদিকে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর পরীক্ষা বন্ধের জন্য পরিবহনের সূচিও পরিবর্তন করা হয়েছে। পুলিশ প্রটোকলে সকাল সাড়ে আটটায় কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে ক্যাম্পাসের নিজস্ব বাসগুলো ছেড়ে আসবে। তবে বন্ধ থাকবে সব ভাড়া করা ও বিআরটিসি ডাবল ডেকার বাস। পরে বিকেল চারটা পাঁচ মিনিটে সব বাস পুনরায় পুলিশ প্রটোকল নিয়ে কুষ্টিয়া ও ঝিনাইদহের দিকে ছেড়ে যাবে।
তবে আগামী ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ধরনের বাস বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিবহন অফিস সূত্র।

আরও খবর: