খেলাধুলা

ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন জামালপুরের দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী (প্রতিবন্ধী) শিহাব।

  জাগোকন্ঠ ২৬ এপ্রিল ২০২৪ , ৭:০৮ পূর্বাহ্ণ

এস এম খোরশেদ আহম্মেদ(জামালপুর) প্রতিনিধি’

ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন জামালপুরের দেওয়ানগঞ্জের বিশেষ শিক্ষা বিদ্যালয় প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী (প্রতিবন্ধী) শিহাব মিয়া। দেওয়ানগঞ্জ ইউনিয়নের খড়মা নয়াপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে শিহাব মিয়া।

২০২১ সালে অবাক বাংলাদেশ লিমিটেড ক্রিকেট দলের সদস্য হিসেবে ভারতে হায়দরাবাদে একটি টুর্নামেন্টে অংশ নেন শিহাব। ২০২৩ সালে স্পেশাল অলিম্পিক আয়োজিত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করেন তিনি। এবার দেশের হয়ে ক্রিকেট খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।
তিন ভাই এবং বৃদ্ধ মাকে নিয়ে শিহাবদের সংসার। শিহাবের প্রতিবন্ধকতা হলো তার ডান হাতে কোনো আঙ্গুল নেই। বাম হাতেই কাজকর্ম লেখালেখি, খেলাধুলা এবং কম্পিউটার চালান তিনি। স্থানীয় দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি করে এখন বেকার জীবনযাপন করছেন তিনি।

দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম জানান, শিহাব আমার স্কুলের একজন শিক্ষার্থী ছিল। সে খুব ভালো ছেলে। লেখাপড়া খেলাধুলার প্রতি তার খুব আগ্রহ রয়েছে। তার ডান হাতের কোনো আঙ্গুল না থাকলেও বাম হাতে খেলে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় অংশ নিয়ে যথেষ্ট সুনাম অর্জন করেছে।