দেশজুড়ে

ইবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

  জাগোকন্ঠ ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৩০ পূর্বাহ্ণ

ওয়াসিফুর রহমান, ইবি:

‘ফার্মাসিস্টস মিটিং গ্লোবাল হ্যালথ নিডস’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৪।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উৎসবমুখর পরিবেশে দিবসটির আয়োজন করা হয়। এদিন পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি র‍্যালি বের হয়ে। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজ্ঞান ভবনের সামনে এসে শেষ হয়ে। এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারুল হক, প্রভাষক রেহেনুমা তানজিন ও রসূল করিম।

র‍্যালিশেষে শিক্ষার্থীদের সাথে ফটোসেশন করেন বিভাগের শিক্ষকরা। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস এসোসিয়েশন ইবি শাখা।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে বিশ্বে দিবসটি পালন শুরু হলেও বাংলাদেশে এই দিবসটি পালন শুরু হয় ২০১৪ সাল থেকে। ইবিতে দিবসটি ২০১৮ সালে প্রথমবারের মতো পালিত হয়।

আরও খবর: