দেশজুড়ে

দেওয়ানগঞ্জ সড়ক ভেঙ্গে ৫ ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

  জাগোকন্ঠ ৪ জুলাই ২০২৪ , ৪:২২ পূর্বাহ্ণ

নূর ই ইলাহী দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে ভারি বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে।দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে পাহাড়ি ঢলে উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের নির্মাণাধীন মহারাণী ব্রিজের বিকল্প সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে বিপাকে পড়েছে অন্তত ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে ভারি বৃষ্টি হওয়ায় আবারও পাহাড়ি ঢল নামতে শুরু করেছে। সেই সঙ্গে নদ-নদীর পানি বাড়ছে। এ ছাড়া দেওয়ানগঞ্জ – সানান্দবারী সড়কের হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে মহারাণী ব্রীজ এলাকায় ভেঙে যায়। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে হাতিভাঙ্গা, পার রাম রামপুর,চর আমখাওয়া, ডাংধরা ইউনিয়ন সহ অন্তত লক্ষাধিক মানুষ বিপাকে পড়েছে। অপরদিকে দেওয়ানগঞ্জ – খোলাবারী সড়কের চিকাজানী ইউনিয়নে মন্ডল বাজার এলাকায় ব্রীজের সংযোগ সড়ক ভেঙ্গে গেছে। এতে প্রায় ২০ হাজার মানুষ বিপাকে পড়েছে। এদিকে উপজেলার সব নদ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরইমধ্যে, পানি বেড়ে উপজেলার আটটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।

হাতিভাঙ্গা ইউনিয়নের সাপমারি গ্রামের বাসিন্দা খোকন বলেন, পানি বেড়ে পাহাড়ি ঢলে সড়ক ভেঙে গেছে। সেই সঙ্গে প্রবল স্রোতে পানি প্রবাহিত হচ্ছে। এতে বিপাকে পড়েছে হাতিভাঙ্গা ইউনিয়নসহ আরো তিনটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ।

ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স , উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ইন্জিনিয়া তোফায়েল আহমেদ ভাঙ্গা সড়কগুলো
পরিদর্শন করেছেন। স্থানীয় সংসদ সদস্য জনাব নূর মোহাম্মদ সাহেবের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন।

আরও খবর: