দেশজুড়ে

নড়াইলে আতিয়ার রহমান স্মৃতি পরিষদের বৃত্তি প্রদান

  জাগোকন্ঠ ২৬ জানুয়ারি ২০২৪ , ৪:০৬ পূর্বাহ্ণ

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি:

নড়াইলে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার রায়খালী ভবানীপুর ফুলশ্বর মাথাভাঙ্গা ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬ জন মেধাবী ছাত্রছাত্রীর মাঝে এ বৃত্তি দেয়া হয়।

বিদ্যালয়ের সভাপতি সিকদার তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস।

বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের সভাপতি ডাক্তার শরীফ শামীম আতীক, গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাওফিকা হুসাইন তুলি, রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন,  ‘বেলা শেষে’ প্রবীণ নিবাসের সভাপতি অ্যাডভোকেট হেমায়েতুল্লা হিরু, প্রবীণ শিক্ষক আব্দুস সাত্তার মোল্যা, সমাজসেবক শেখ তিলাপ হোসেন, রায়খালী ভবানীপুর ফুলশ্বর মাথাভাঙ্গা ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শরীফ নওরীন কবীর, সহকারী শিক্ষক লক্ষী রানী তরফদার, স্থানীয় ইউপি সদস্য ওসমান মোল্যাসহ অনেকে।

শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের সভাপতি ডাক্তার শরীফ শামীম আতীক বলেন, বাবা মরহুম আতিয়ার রহমান শিক্ষাবিদ ছিলেন। বাবার আদর্শ ধারণ করে অসহায় ও গরিব মানুষকে প্রতিমাসের শেষ শুক্রবার আমাদের বাড়িতে (নড়াইল শহরে)  বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় একাধিক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আমাদের পরিবারের ছয়জন চিকিৎসকসহ বিশেষজ্ঞরা বিনামূল্যে রোগী দেখেন। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি এলাকার গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি দেয়া হচ্ছে।

আরও খবর: