দেশজুড়ে

লক্ষ্মীপুরে ইসি আনিছুরএমন কিছু করবেন না যাতে আমরা কঠোর হতে হয়

  জাগোকন্ঠ ২০ ডিসেম্বর ২০২৩ , ৬:২৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীরা এমন কিছু করবেন না যাতে আমরা কঠোর হতে হয়। প্রার্থী ও তার লোকজন অন্যায় করলে ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। আর যদি অনিয়ম মাত্রা বেশী হয় তা হলে পুরো আসনের ভোট বন্ধ রাখা হবে। প্রয়োজনে একটি আসনে যতবার প্রয়োজন ততবার ভোট গ্রহন হবে তবুও অনিয়মের সুযোগ নেই ছাড় ও নেই। কেন্দ্র দখল করে ভোট বাক্স ভর্তি করার সুযোগ দেওয়া হবেনা। ভোট কেন্দ্রে যাওয়ার পথে ভোটারদের বাধা দিলে বা হুমকি দিলে মামলা হবে দন্ড হবে। আপনারা সকলে গাইবান্ধা নির্বাচন বিষয়টি দেখেছেন। কর্তব্যে অবহেলা করলে শাস্তির আওতায় আনা হবে।
 বর্তমান কমিশন সুষ্ঠ ও অবাধ শান্তিপূর্ন নির্বাচন আশা করে।  ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধায় লক্ষ্মীপুর শহরের টাউল হল মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনের পরিবেশ আমরা নিশ্চিত করবো কিন্তু ভোটার উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব প্রার্থীদের । সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলার বাহিনী মোতায়ন থাকবে। কোন ধরনের ঘটনা ঘটলে কমিশন ও প্রশাসন সাথে সাথে ব্যবস্থা নিবে। পাশাপাশি যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করবে তাদের বিষয়ে সর্তক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন, জেলা নির্বাচন অফিসার শফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও নির্বাচনেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীস

আরও খবর: