দেশজুড়ে

লোহাগড়ায় নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ

  জাগোকন্ঠ ১৭ ডিসেম্বর ২০২৩ , ১১:০১ পূর্বাহ্ণ

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় অষ্টম ও নবম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) সকালে লোহাগড়া-লক্ষীপাশা পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু। আগামী ২৪ ডিসেম্বর প্রশিক্ষণ শেষ হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন-লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ভেন্যু তত্ত্বাবধায়ক লোহাগড়া-লক্ষীপাশা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান, চন্দ্রালিকা দাস প্রমুখ।

প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে ৬০৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এছাড়া ৩১ জন প্রশিক্ষক আছেন।

অষ্টম ও নবম শ্রেণির নতুন কারিকুলামে বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা এবং ধর্মসহ ১০টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। # 

আরও খবর: