দেশজুড়ে

দেওয়ানগঞ্জে যথাযথ মর্যাদায় বিজয় দিবস ২০২৩ উদযাপিত

  জাগোকন্ঠ ১৬ ডিসেম্বর ২০২৩ , ৮:৫৮ পূর্বাহ্ণ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর সূর্য্য উদয়ের সাথে সাথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, মডেল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, ফায়ার সার্ভিস, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারি বেসরকারি সংগঠন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

মহিলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক রাশেদা আফরোজ ও পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ হারুন সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, পৌর মেয়র শেখ নুরুন্নবী অপু, সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, সাবেক জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, খোরশেদ আলম, খন্দকার মাহাবুবুর রশিদ, রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাসমত আলী প্রমুখ।

আলোচনা শেষে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য কর্মকর্তা আহসান হাবিব,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম,জামালপুর ডিবি (২) ওসি সোহেল রানা, তদন্ত ওসি হাবিব সাত্তি,আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।

আরও খবর: