দেশজুড়ে

নড়াইলে রোগাক্রান্তদের মাঝে ৩৫ লক্ষাধিক টাকার চেক বিতরণ

  জাগোকন্ঠ ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ২:২৭ অপরাহ্ণ

ফরহাদ খান, নড়াইল  প্রতিনিধি:

নড়াইলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৭১জন রোগীকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

সভাপতিত্ব করেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। নড়াইল সদর উপজেলার বিভিন্ন এলাকার ৭১ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩৫ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম সরকারসহ অনেকে।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে এ আর্থিক সহায়তা দেয়া হয়।

এর আগে রোববার সকালে অনুষ্ঠিত সাম্প্রদায়িক-সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাশরাফি বিন মর্তুজা এমপি।

ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার সাদিরা খাতুন, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুুর রশিদ, নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ওয়াকিউজ্জামানসহ অনেকে।

আরও খবর: