দেশজুড়ে

আওয়ামীলীগ ও কে সি ফাউন্ডেশন উদ্যোগে ১৫ আগষ্ট শোকদিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত

  জাগোকন্ঠ ১৮ আগস্ট ২০২৩ , ২:১১ অপরাহ্ণ

হফিজুর রহমানঃ

শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের উদ্দেশ্যে (১৭ আগষ্ট) বিকালে ৪৩ নং ওয়ার্ড মস্তুল বেলতলা মুজিব অনুসারীদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং খাবার বিতরনের আয়োজন করা হয়।

এ সময় জাতীয় শোকদিবসে আমন্ত্রীত অতিথিগণ বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও ১৫ আগষ্টের মর্মান্তিক ঘটনা নিয়ে আলোচনা সভা সম্পন্ন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও কে সি ফাউন্ডেশনের চেয়ারম্যান আল হাজ্ব খুসরু চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন , খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাফর ইকবাল
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন,৯৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন সেলিম, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সবুজ মিয়া ৪৩ নাম্বার ওয়ার্ড সেচ্ছাসেবগ লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান , সহ ঢাকা উত্তর ও খিলক্ষেত থানা এবং ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্হিত ছিলেন,তাদের মধ্যে অনেকে বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাঙালি ও বাংলার অবিচ্ছেদ্য অংশ। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ও বাঙালি জাতির অস্তিত্ব ধুলিস্যাৎ করে দিতেই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে স্বাধীনতা বিরোধী কুচক্রীমহল। বক্তারা আরো বলেন, আমরা শোক দিবস পালন করছি সেটা যেমন বড় কথা, তার চেয়ে বড় কথা হচ্ছে বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা।’

অসাম্প্রদায়িক চেতনায় জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য বক্তারা সবার প্রতি আহ্বান জানান। আরো বলেন, “১৯৭৫ সালের ১৫ আগষ্টের এই দিনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। জাতির পিতা একজন সৎ ও যোগ্য নেতা ছিলেন।

বক্তারা আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি খুনি, যারা বিদেশে পালিয়ে আছে, তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে। তবেই ১৫ আগস্টের শহীদদের আত্মা শান্তি পাবে। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী,এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ,বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকগন উপস্হিতি ছিলেন

আরও খবর: