দেশজুড়ে

রুবেল সভাপতি সোহেলকে সাধারণ সম্পাদক করে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  জাগোকন্ঠ ২২ জুলাই ২০২৩ , ৫:১৫ পূর্বাহ্ণ

এস এম খোরশেদ আহম্মেদ,(জামালপুর) প্রতিনিধি:

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রকাশ করেছে জামালপুর জেলা ছাত্রলীগ ।

জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি সাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রকাশ করেন ২০ জুলাই বৃহস্পতিবার রাতে ।

এতে রাকিবুল ইসলাম রুবেল কে সভাপতি ও সাধারণ সম্পাদক সোহেল রানা কে করে ৭১ বিশিষ্ট কমিটি অনুমোদন হয়। সহ-সভাপতি হিসাবে অনুমোদন পেয়েছেন যারা নাইম খান. কাকন আহমেদ. মুকুট শেখ বাবু. মাহবীর রহমান রিফাত. মোনায়ার হোসেন মনি. আল মুসাব্বির সৌমিক. মির্জা কাওসার আহমেদ সুজন. মোনোয়ার হোসেন বাপ্পি. আসিফ হাসান লিমন. শাকিল আহমেদ. মাইদুল ইসলাম মানিক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে যারা আশরাফুল হক রাজন. রিফাতুল ইসলাম শুভ. ওমর ফারুক সুজন. ইমরান হোসেন শান্ত. রাব্বি আহমেদ মশাল. এবং সাংগঠনিক সম্পাদক পদে যারা হলেন আল শাহারিয়ার বিজয়. ফয়সাল আহমেদ. শাকিল খন্দকার. কৌশিক জেহেদি রবিন .
আলমগীর হোসেন। প্রচার সম্পাদক ফরিদ মন্ডল, উপ প্রচার সম্পাদক নুর ইসলাম, দপ্তর সম্পাদক ইমদাদুল হক নাঈম , উপ দপ্তর সম্পাদক এ এইচ এম শাকিল মোল্লা , গ্রন্থনা ও প্রকাশক সম্পাদক তনু কুমার সাহা, উপ গ্রন্থনা ও প্রকাশক সম্পাদক শিহাব সরকার। শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ তন্ময় ,
উপ শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সিয়াম , সাংস্কৃতিক সম্পাদক মোঃ পাভেল মিয়া . উপ সংস্কৃতিক সম্পাদক শান্ত ইসলাম। সমাজসেবা সম্পাদক জয়নাল আবেদীন , উপ সমাজসেবা সম্পাদক মাহাবুব হাসান বাবু । ক্রীড়া সম্পাদক আবির হোসেন স্বাধীন . উপ ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন রাজন । তথ্য ও গবেষণা সম্পাদক আশিক মাহমুদ . উপ তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ মিয়া। ছাত্রী বিষয়ক সম্পাদক বিথী খন্দকার . উপ ছাত্রী বিষয়ক সম্পাদক আঁখি আক্তার। অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সুমন . উপ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নাজু মিয়া। আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল সুমন . উপ আইন বিষয়ক সম্পাদক নাদিম হাসান । পরিবেশ বিষয়ক সম্পাদক সোলাইমান হোসেন. উপ পরিবেশ বিষয়ক সম্পাদক আহাদ আলী সাব্বির , স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার কবির শুভ . উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক নাজমুল হাসান লিয়ন । বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাসকিন আহমেদ সুলতান. উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রতন মিয়া। ধর্ম বিষয়ক সম্পাদক রিফাতুল ইসলাম শুভ. উপ ধর্ম বিষয়ক সম্পাদক মামুন মিয়া। গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক. উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আলিমুল রাযী । ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ পলাশ , উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রাকিবুল হাসান সোহাগ।
সহ সম্পাদক পদে যারা এহসানুল হক প্রান্ত . মোহাম্মদ রুহুল আমিন হাসান আওলাদ. নাহিদ হাসান আসিফ . মাহাদি আল মিয়াদ. সদস্য পদে যারা রয়েছেন, ইমন হাসান. জীবন খান. আহসান হাসান বাবু. ওয়াজ করুনি হৃদয়. শফিকুল ইসলাম সোহাগ. মোঃ সেলিম ইসলাম. রফিকুল ইসলাম. ইমরান হোসেন।

আরও খবর: