দেশজুড়ে

পুলিশের ধাওয়া খেয়ে নদীতে লাফ দিয়ে প্রাণ গেল যুবকের

  জাগো কণ্ঠ ডেস্ক ২৪ জুন ২০২৩ , ২:১৭ পূর্বাহ্ণ

নীলফামারীর জলঢাকায় জুয়া খেলার সময় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে লাফ দিয়ে নিখোঁজের পর জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় চারালকাটা নদীর বটতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জাহাঙ্গীর আলম জলঢাকা উপজেলার টেঙ্গনমারী পাশারীপাড়া এলাকার মৃত নাসির উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে জাহাঙ্গীরসহ এলাকার কয়েকজন যুবক চারালকাটা নদীর বটতলা এলাকায় টাকা দিয়ে তাস খেলছিল। এরকম খবরের ভিত্তিতে তাদের আটক করার চেষ্টা করে পুলিশ। তবে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় জাহাঙ্গীর নদীতে লাফ দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে নদীর ধারে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম  বলেন, গতকাল গভীর রাতে তারা নদীর ধারে তাস খেলতে বসেছে এ রকম সংবাদ পেয়ে আমরা অভিযান চালাতে যাই সেখানে। তবে আমরা যাওয়ার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় হয়তো ভয়ে ওই যুবক নদীতে ঝাঁপ দিয়েছিল। স্থানীদের মাধ্যমে জানতে পেরে মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও খবর: