আন্তর্জাতিক

তৃতীয় স্কাইওয়াক পাচ্ছে কলকাতা

  জাগো কণ্ঠ ডেস্ক ৭ এপ্রিল ২০২৩ , ৪:০৮ পূর্বাহ্ণ

ভারতের কলকাতা শহরে নির্মিত হচ্ছে আরও একটি নতুন স্কাইওয়াক। শহরের তৃতীয় এ স্কাইওয়াকটি তৈরি হবে ইএম বাইপাসে রুবি ক্রসিংয়ে। ইতোমধ্যেই এই স্কাইওয়াক সংক্রান্ত বিস্তারিত তথ্য সামনে এসেছে।

হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়, বৃত্তাকার এই স্কাইওয়াকটি অনেকটা বিশ্ব বাংলা গেটের ধাঁচে গড়ে তোলা হবে। যদিও, এটির উচ্চতা অনেকটাই কম হবে। পাশাপাশি এটি একটি ফুট ওভারব্রিজ হিসেবেই তৈরি করা হবে।

প্রায় ৭৫ মিটার ব্যাসার্ধের এই বৃত্তাকার রাস্তার মাধ্যমে পথচারীদের চলাচলে সুবিধা হবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। মাটি থেকে প্রায় ২০ ফুট উপরে, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো লাইনের ভায়াডাক্টের নিচেই থাকবে এই স্কাইওয়াকটি।

এই স্কাইওয়াকের কাঠামোর কাজ শুরু করার আগে প্রথমে ভূগর্ভস্থ পাইপ এবং তার ইত্যাদি সরানোর কাজ করতে হবে। এছাড়াও, স্কাইওয়াকের পিয়ার তৈরি করার জন্য পাইলিংয়ের কাজও রয়েছে।

স্কাইওয়াকে মোট চারটি অ্যাক্সেস পয়েন্ট থাকবে। এর পাশাপাশি পথচারীদের সুবিধার কথা মাথায় রেখে সিঁড়ি ছাড়াও, তিনটি লিফট এবং আটটি এসকেলেটর থাকবে।

আরও খবর: