দেশজুড়ে

লক্ষ্মীপুরে জাতীয় ভোটার দিবস পালিত

  জাগো কণ্ঠ ডেস্ক ৩ মার্চ ২০২৩ , ২:৪০ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: ভোটার হব নিয়ম মেনে, ভোট দিবো যোগ্য জনে এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০২ মার্চ (বৃহস্পতিবার) জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।  জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাজিয়া পারভীন, সদর উপজেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম চৌধুরী, জেলা সমাজ কার্যালয়ের সহকারী পরিচালক মো: আবদুর রহমান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহমদ প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন ১৮ বছর বয়স হলে ভোটার হওয়া। ভোটার তালিকায় নাম নিবন্ধন করে দেশের নাগরিক হিসেবে একজন যোগ্য ভোটার হয়ে  ভোটাধিকার প্রয়োগ ও বাংলাদেশী নাগরিক ছাড়া যাতে করে কেউ ভোটার না হতে পারে সেই দিকে দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

আরও খবর: