রাজনীতি

সংবিধানকে বুটের তলায় পিষ্ট করেছিলেন জিয়া : এসএম কামাল

  জাগো কণ্ঠ ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৫১ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, বিএনপি বলছে রাষ্ট্র কাঠামোর কথা। বর্তমান রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে তারা কোন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জিয়াউর রহমান ও খালেদার সময় দেখেছি, জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করে সংবিধানকে বুটের তলায় পিষ্ট করেছিলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে গ্রেপ্তার, গুম-খুন করা, বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, পরাজিত মুসলিম লীগ ও সাম্প্রদায়িক শক্তির রাষ্ট্রে প্রতিষ্ঠা করেছিলেন তারা। সেই রাষ্ট্রের স্লোগান ছিল- আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা মহানগর যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশের প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসএম কামাল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সেনা অফিসারদের হত্যা করা, রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ দিয়ে কারফিউ গণতন্ত্র চালু করেছিল জিয়াউর রহমান। রাতের অন্ধকারে ক্ষমতা দখল করে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি। আর বেগম খালেদা জিয়ার রাষ্ট্র ব্যবস্থা ছিল জঙ্গিবাদের বাংলাদেশ, সন্ত্রাসের বাংলাদেশ, দুর্নীতিবাজদের বাংলাদেশ। সেই সময়ে দুর্নীতিতে পাঁচ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল। বিদ্যুৎ ও সার দিতে না পেরে গুলি করে হত্যা করেছিল। ছায়া প্রধানমন্ত্রী ছিল তারেক জিয়া, যে হাওয়া ভবন তৈরি করে গুম, খুন, হত্যার বাংলাদেশে পরিণত করেছিল।

আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়ার সেই রাষ্ট্র কাঠামোতে আমাদের খুলনাকে খুনের নগরীতে পরিণত করেছিল, সন্ত্রাসের নগরীতে পরিণত করেছিল। রাজনীতিবিদ মনজুরুল ইমাম, সাংবাদিক নেতা হুমায়ুন কবির বালু, মানিক চন্দ্র সাহাসহ অনেককেই হত্যা করেছিল।

তিনি আরো বলেন, শেখ হাসিনা সেই বাংলাদেশকে মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল ও উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বেই আজ ঘরে ঘরে বিদ্যুৎ, বয়স্করা ভাতা পাচ্ছেন, বিধবারা ভাতা পাচ্ছেন, পঁয়ত্রিশ লাখ গৃহহীনদের ঘর দিয়েছেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের এক সেট নতুন বই দিচ্ছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত। জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।

খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। এছাড়াও অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, আবু হানিফ,  মাহফুজুর রহমান সোহাগ, আজিজুর রহমান রাসেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সমাবেশ সঞ্চালনা করেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।

আরও খবর: