দেশজুড়ে

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোচালকের, আহত ৪

  জাগো কণ্ঠ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:৪৫ পূর্বাহ্ণ

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেগুনবাড়ি রেলগেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার চারজন যাত্রী আহত হয়েছেন।

নিহত অটোচালক আতাউর রহমান (৪৭) আক্কেলপুর উপজেলার রোয়াইড় গ্রামের মোতারব হোসেনের ছেলে। আহতরা হলেন- মজিদা বেগম বেগম (৪০), ফাতেমা বেগম (৪২), তানিয়া খাতুন (১২) ও আজমিরা আক্তার (১৪)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, আক্কেলপুরের রোয়াইড় গ্রাম থেকে ব্যাটারিচালিত আটোরিকশায় চড়ে চারজন যাত্রী মিলাদের অনুষ্ঠানে আত্মীয়ের বাড়ি বদলগাছি উপজেলার খাদাইল গ্রামে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বেগুনবাড়ি রেলগেট অতিক্রম করার সময় অটোরিকশা উল্টে যায়। যাত্রীরা নেমে গেলেও চালক অটোরিকশাটিকে সরানোর চেষ্টা করেন। এ সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং অটোরিকশার চালক আতাউর রহমানের মাথা ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশার আঘাতে চারজন যাত্রী আহত হন।

আক্কেলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হাসিবুল ইসলাম বলেন, ওই রেলগেটটি রেলওয়ের অনুমোদনহীন। এ কারণে সেখানে কোনো গেটম্যান নেই।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ওই এলাকার ৭৪ নম্বর রেলগেটটি অরক্ষিত। পরিবার নিহতের মরদেহ নিয়ে গেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর: