দেশজুড়ে

হামলাকারীদের প্রকাশ্যে বিচার চান হাতপাখার কর্মীরা

  জাগো কণ্ঠ ডেস্ক ১২ জুন ২০২৩ , ৮:৩৬ পূর্বাহ্ণ

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর নৌকার কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলনের কর্মীরা। সোমবার (১২ জুন) দেড়টার দিকে এয়ারপোর্ট থানার কাশিপুর এলাকায় তারা বিক্ষোভ করেন। 

আন্দোলনকারীরা বলেন, মুফতি ফয়জুল করিমের ওপর প্রকাশ্যে হামলা হয়েছে। আমরা হামলাকারীদের প্রকাশ্যে বিচার চাই।

এয়ারপোর্টে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা সড়কে বিক্ষোভ করেছে। তাদের বুঝিয়ে শান্ত করা হয়েছে। কাশিপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে ২২নং ওয়ার্ডে ৮৭ নম্বর কেন্দ্রে সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে বরিশালে হাত পাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। নৌকা প্রতীকের কর্মীরা তাকে মেরে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ জানান তিনি।

আরও খবর: