আইন-আদালত

স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক : হাইকোর্ট

  জাগো কণ্ঠ ডেস্ক ৮ জুন ২০২৩ , ৫:২৪ অপরাহ্ণ

রাজধানীর বসুন্ধরা এলাকায় একটি বাসায় তেলাপোকা মারার স্প্রে করার পর বিষক্রিয়ায় স্কুলপড়ুয়া আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

এক আইনজীবী বিষয়টি নজরে আনলে বৃহস্পতিবার (৮ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

স্কুলপড়ুয়া আপন দুইভাইয়ের মৃত্যুর ঘটনা নজরে এনে আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন আদালতকে বলেন, দুই শিশুর মৃত্যুতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। শিশুদের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা যথেষ্ট নয়। হাইকোর্টের বিষয়টি দেখা উচিত।

তখন হাইকোর্ট বলেন, পত্রিকায় আমরা পড়েছি। এভাবে আপন দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।

dhakapost

তখন আইনজীবী বলেন, দুই শিশুর কীভাবে মৃত্যু হয়েছে, কারা এর জন্য দায়ী, এসব বিষয় নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতে রোববার দাখিল করব। হাইকোর্ট বলেন, কোনো অসুবিধা নেই। আপনারা পত্রিকা আদালতে দাখিল করতে পারেন।

নিহত দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত ২ জুন বসুন্ধরার আই ব্লকের একটি নতুন বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা তেলাপোকা মারার ওষুধ স্প্রে করেন। নির্দিষ্ট সময় পর বাসায় প্রবেশ করেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৪ জুন ভোরে প্রথমে এক ভাই শাহিল মোবারত জায়ানের মৃত্যু হয়। পরে রাত ১০টায় মারা যায় শায়ান মোবারত জাহিন (১৫)।

দুই শিশুর মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেনও বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

এদিকে বাসাটিতে যে পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা স্প্রে করেছিলেন সেই কোম্পানি ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান এবং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ফরহাদুল আমিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আরও খবর: