আন্তর্জাতিক

সংসদে জবাবি ভাষণ মোদীর, বিরোধীদের আক্রমণের মোকাবিলা কী ভাবে, নজর সব পক্ষের

  জাগোকন্ঠ ২ জুলাই ২০২৪ , ৫:২৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

রাষ্ট্রপতির ভাষণের উপর হওয়া বিতর্কে অংশ নিয়ে কেন্দ্রের এনডিএ সরকারকে নানা বিষয়ে বিঁধেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার পরের দিনই লোকসভায় জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিট, অগ্নিবীর, মণিপুর-সহ নানা বিষয়ে বিরোধীদের আক্রমণের জবাবে মঙ্গলবার মোদী কী বলেন, সে দিকে নজর থাকবে শাসক-বিরোধী সব পক্ষের।

অষ্টাদশ লোকসভায় প্রথম জবাবি ভাষণ দেওয়ার আগে মোদী এনডিএ-র সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসেছেন। সেই বৈঠকে বিরোধী আক্রমণ মোকাবিলার রণকৌশল নির্ধারিত হতে পারে। সোমবার রাষ্ট্রপতির ভাষণের উপর হওয়া বিতর্কে অংশ নিয়ে নিট কেলেঙ্কারি, অগ্নিবীর প্রকল্প নিয়ে সরব হন রাহুল। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।

আরও খবর: