জাগো কন্ঠ ৯ নভেম্বর ২০২৫ , ৩:৩৫ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক
পাকিস্তান তাদের আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ দিয়েছে হাসান নওয়াজকে। তাকে পাঠানো হয়েছে চলমান কায়েদ-ই-আজম ট্রফি খেলতে। ওয়ানডেতে তার বদলি কারো নাম ঘোষণা করা হয়নি। তবে টি-টোয়েন্টি স্কোয়াডে এই ব্যাটারের বদলে ডাকা হয়েছে ফখর জামানকে।
নওয়াজের শুরুটা ছিল চমক জাগানিয়া। নিজের তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী সেঞ্চুরি করেন তিনি। প্রথম দশ ম্যাচের পাঁচটিতে ডাক মারলেও ওই পারফরম্যান্স দিয়ে দলে শক্তভাবে জায়গা করে নেন।
টি-টোয়েন্টি ইনিংসের মাঝপথে ও শেষ দিকে বড় শট খেলার সামর্থ্যের কারণে দলের আস্থাভাজন হয়ে ওঠেন নওয়াজ। পরে পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ফাইনালে তুলতে দারুণ অবদান রাখেন, ১৬২ স্ট্রাইক রেটে টুর্নামেন্ট শেষ করেন তৃতীয় শীর্ষ ব্যাটার হিসেবে।
কিন্তু শেষ দুই মাস ভুলে যেতে চাইবেন নওয়াজ। এশিয়া কাপে হুট করে ফর্ম হারান তিনি। জায়গা ছেড়ে দিতে হয় হুসেইন তালাতের কাছে। মাত্র চারটি ওয়ানডে ক্যারিয়ারের তিনটি খেলেছেন গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, গড় ৫৬-এর চেয়ে একটু বেশি।
কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে তার আউট হওয়ার ধরন ছিল দৃষ্টিকটু। স্পিনিং ট্র্যাকে জর্জ লিন্ডেকে সপাটে মারতে উইকেট ছেড়ে বেরিয়ে এসে স্টাম্পিংয়ের শিকার হন নওয়াজ।
একই সময়ে টি-টোয়েন্টিতেও পাকিস্তানের জন্য গলার কাঁটা হয়ে উঠেছেন নওয়াজ। শেষ আট ম্যাচে কেবল একবার দুই অঙ্কের ঘরে রান করেছেন, গড় সাতের নিচে।
১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে খেলবে পাকিস্তান। তারপর ১৭ নভেম্বর থেকে দুই দল জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে।
পাকিস্তান স্কোয়াড
ওয়ানডে: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, হাসিবুল্লাহ, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা।
টি-টোয়েন্টি: সালমান আলী আগা (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।











