দেশজুড়ে

মাছ চাষে দুই শতাধিক পরিবারের ভাগ্য বদল

  জাগো কণ্ঠ ডেস্ক ২৭ সেপ্টেম্বর ২০২২ , ১২:৩১ অপরাহ্ণ

মাছ চাষ করে ভাগ্য বদলেছে সাতক্ষীরার তালা উপজেলার প্রায় দুই শতাধিক পরিবার। এখান থেকে বিভিন্ন প্রজাতির মাছ সরবরাহ হচ্ছে রাজধানীসহ বিভিন্ন স্থানে। চাষিরা লাভের মুখ দেখায় বর্তমানে মাছের এই চাষ ছড়িয়ে পড়েছে সাতক্ষীরার আশপাশের এলাকাগুলোতেও।

ফরমালিন আতঙ্কে অনেকেই যখন মাছ কিনতে ভয় পাচ্ছেন। তখন সাতক্ষীরার সকল উপজেলার ব্যবসায়ীরা ঢাকাসহ বিভিন্ন জেলায় পৌঁছে দিচ্ছেন তাদের উৎপাদিত তাজা মাছ। এসব গ্রামে যেদিকে চোখ যায়, সেদিকেই পুকুর আর পুকুর। এসব পুকুরে চাষ হচ্ছে- রুই, কাতলা, মিগেল, সিলবারকাপ, তেলাপিয়া, পাংগাসসহ বিভিন্ন মাছ। পুকুর থেকে মাছ ধারার পর পানি ভর্তি ড্রামে করে তোলা হয় ট্রাকে। সেই ট্রাক চলে যাচ্ছে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়।

মাছ চাষিরা বলছেন, মরা মাছের চাইতে জান্ত মাছের চাহিদা বেশি। দামও পাওয়া যায় ভালো।

তালার কলাগাছি গ্রামের মাছ চাষিরা বলেন, মাছ চাষে ব্যাপক লাভ। আর তাজা মাছের ব্যাপক চাহিদাও রয়েছে জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে। অন্যান্য চাষের চাইতে মাছ চাষ বেশ লাভবান।

কলাগাছি গ্রামের আদিত্য রায় এবার ১০ বিঘা পুকুরে বিভিন্ন জাতের মাছের আবাদ করেছেন। মাত্র এক বিঘা পুকুর থেকে আজ তার ১০ বিঘা পুকুরে মাছ চাষ হয়। অল্প দিনের ব্যবধানে তিনি আজ স্বাভলম্বী। তার মত জেলার অনেক চাষিই আজ স্বাবলম্বী হয়েছেন মাছ চাষ করে।

তালার সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী বলেন, ইতোমধ্যে মাছ চাষিদের তালিকা করা হয়েছে এবং তাদের বিভিন্ন সময়ে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণসহ ঋণ সহায়তাও প্রদান করা হচ্ছে।

আরও খবর: