জাগো কণ্ঠ ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:২৪ অপরাহ্ণ
ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে ভেদরগঞ্জে একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার রাড়ী(৬০)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে ভেদরগঞ্জ সাবরেজিস্টার অফিসের সামানে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতার কৃত আব্দুল জব্বার রাড়ী ভেদরগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ডের গৈড্যা গ্রামের বাসিন্দা মৃত লতিফ রাড়ীর ছেলে। সে ভেদেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ও ভেদরগঞ্জ দলিল লিখক সমিতির সভাপতি দায়িত্বরত রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শরীয়তপুর থেকে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভেদরগঞ্জ সাব রেজিস্টার অফিসের সামনে দলিল লেখকের অফিসের কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গনহত্যা মামলা সহ মোট ৩ টি মামলা রয়েছে। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়।
ভেদরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার রাড়ীকে গতকাল গ্রেফতার করা হয়েছে। পরে তাত্ক্ষণিক তাকে আদালতে সোপর্দ করা হয়।
শা/ভে/আই