দেশজুড়ে

পল্লবী থানার উদ্যোগে ডিএমপির ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

  জাগোকন্ঠ ১ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:৪৭ অপরাহ্ণ

সোহেল আহমেদ বাপ্পি:

রাজধানীর মিরপুরে পল্লবী থানার উদ্যোগে ডিএমপির ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালন করা হয়। পুলিশের সর্ববৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গৌরবময় পথচলার ৪৯ বছর পেরিয়ে আজ বৃহস্পতিবার ৫০ বছরে পদার্পণ করল। ‘সেবা ও সদাচার ডিএমপি’র অঙ্গীকার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য উদযাপিত হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯ তম প্রতিষ্ঠা দিবস।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় পল্লবী থানার অডিটোরিয়াম হলে কেক কেটে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পেট্রোল ইন্সপেক্টর (পিআই) মোঃ আলতাব হোসেন, মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা খুশনবিশ ও এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইন্সপেক্টর অব অপারেশন (পল্লবী থানা) আমিনুল ইসলাম।  আরো উপস্থিত ছিলেন , এসআই সাইফুল ইসলাম, এসআই মিল্টন দত্ত, এসআই আল-আমীন।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ৬ হাজার পুলিশ সদস্য এবং ১২ থানা নিয়ে যাত্রা শুরু করেছিল ডিএমপি। ঢাকা মহানগরের প্রায় ২ কোটি ২৫ লাখ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ৫০ থানায় বিস্তৃত হয়েছে।
বর্তমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নেতৃত্বে কাজ করছেন ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার (অতি. ডিআইজি), ৫৭ জন উপকমিশনারসহ (এসপি), ৩৪ হাজার অফিসার ও ফোর্স।

আরও খবর: