দেশজুড়ে

নোবিপ্রবি’র মেডিকেল সেন্টার নিয়ে নবনিযুক্ত চিফ মেডিকেল অফিসারেরর রোডম্যাপ!

  জাগোকন্ঠ ১২ সেপ্টেম্বর ২০২৪ , ১:১৭ অপরাহ্ণ

মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধিঃ

আজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নব-নিযুক্ত চিফ মেডিকেল অফিসার (প্রশাসন) ড. মফিজুল ইসলাম মেডিকেল সেন্টারের সার্বিক উন্নয়নের রোডম্যাপ নিয়ে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন মেডিকেল সেন্টারে কর্তব্যরত ডাক্তারগণ, নার্স, আয়া ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

সভায় চিফ মেডিকেল অফিসার উপস্থিত শিক্ষার্থী ও সাংবাদিকদের থেকে মেডিকেল সেন্টারের ব্যাপারে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন। এরপর সাংবাদিক ও শিক্ষার্থীদের পরামর্শের আলোকে তিনি প্রত্যেকটি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

মেডিকেল সেন্টারের ব্যাপারে তাঁর গৃহীত সিদ্ধান্তগুলো হলোঃ
১. মেডিকেল সেন্টারে প্রাথমিক সেবা সুনিশ্চিত করা।
২. গুরুত্বপূর্ণ ঔষধ প্রাপ্তি নিশ্চিত করা এবং ঔষধ বাজেট বৃদ্ধি করা।
৩. ইমার্জেন্সী রোগীদের সেবায় অ্যাম্বুলেন্স সার্ভিস সুনিশ্চিত করা।
৪. ২৪/৭ মেডিকেল সেবা প্রদানের ব্যবস্থা করা।
৫. মেডিকেল সেন্টারের স্বচ্ছতার জন্য অভিযোগ/ পরামর্শ বক্সের ব্যবস্থা করা এবং সেইসব অভিযোগ আমলে নেওয়া।
৬. জীবন রক্ষাকারী অক্সিজেন, স্যালাইন ও অন্যান্য সরঞ্জাম সরবরাহে গুরুত্ব দেওয়া।
৭. মেডিকেল সেন্টারের তথ্য সরবরাহের জন্য ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা।
৮. শীঘ্রই ভার্সিটির সকল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা ও সাইকোলজিস্ট দিয়ে ফ্রী কাউন্সিলিং প্রদান করা।
৯. মেডিকেল সেন্টারের জন্য ফিক্সড সার্ভিস নাম্বারের ব্যবস্থা করা।
১০. দ্রুত সময়ে মেডিকেল সেন্টারে খালি পদে ডাক্তার নিয়োগের ব্যবস্থা করা।
১১. মেডিকেল সেন্টারের ভিতরে ও বাইরে পরিস্কার- পরিচ্ছন্নতার ব্যাপারে পদক্ষেপ নেওয়া।

এছাড়াও মেডিকেল সেন্টারের কর্তব্যরত ডাক্তারগণ তাদের চাওয়াগুলো তুলে ধরেন এবং মেডিকেল সেন্টারের চীফ অফিসার মেডিকেল সেন্টার নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন এবং সেইগুলো অতিদ্রুত বাস্তবায়নে যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

তাছাড়াও পূর্বে মেডিকেল সেন্টারে রোগীকে কম্পিউটার অপারেটর দিয়ে চিকিৎসা দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে কর্তব্যরত ডাক্তার এ নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের নিকট ক্ষমা প্রার্থনা করেন। তারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালনের ব্যাপারেও আশ্বাস দেন।

আরও খবর: