দেশজুড়ে

নড়াইলে সরিষা সূর্য্যমুখী ও তিল চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্বকরণ সভা

  জাগোকন্ঠ ১৫ নভেম্বর ২০২৩ , ৭:৪০ পূর্বাহ্ণ

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি:
সরিষা, সূর্য্যমুখী, তিলসহ তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে উদ্বুদ্বকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে এ উদ্বুদ্বকরণ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়।

বিশেষ অতিথি ছিলেন-তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (খুলনাঞ্চল) মনিটরিং অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সৌরভ দেবনাথ, উপ-সহকারী কৃষি অফিসার মনিরুজ্জামানসহ অনেকে।

বক্তারা বলেন, ভোজ্যতেলের আমদানি ব্যয় কমানোর জন্য সরিষা, সূর্য্যমুখী, তিলসহ তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে এ উদ্বুদ্বকরণ সভার আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য উন্নত ও লাগসই প্রযুক্তি ব্যবহার করে অল্প জমিতে বেশি ফসল উৎপাদন করা। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী-এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য চাষাবাদ যোগ্য জমিসহ পতিত জমিতে সরিষা, সূর্য্যমুখী ও তিলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কারিগরি এবং উপকরণ সহায়তা দেয়া হচ্ছে। #

আরও খবর: