দেশজুড়ে

নড়াইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর বৃক্ষরোপন

  জাগোকন্ঠ ২৩ জুন ২০২৩ , ৯:৩১ পূর্বাহ্ণ

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি:
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”-এ প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে অফিস চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন আনসার ও ভিডিপি কার্যালয় নড়াইল জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, সদর উপজেলা প্রশিক্ষক অর্পণা রানী ঘোষসহ অনেকে।

জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস বলেন,  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সম্মানিত মহাপরিচালক স্যারের নির্দেশনায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। এ বছর নড়াইলে ফলদ, বনজ ও ভেজষ মিলে ১৫০টি চারা জেলা ও উপজেলা কার্যালয়সহ বিভিন্ন ক্লাব ও সমিতি চত্বরে রোপন করা হচ্ছে। তিনি আরো বলেন, গাছ পরিবেশের অকৃত্রিম বন্ধু। তাই বেশি করে গাছ রোপনের পাশাপাশি পরিচর্যাসহ নিয়মিত গাছের দেখভাল করতে হবে। তাহলে গাছগুলো সুন্দর ভাবে বেড়ে উঠবে।

আরও খবর: