বিনোদন

‘তিনি ছিলেন মাতৃসুলভ’

  জাগোকন্ঠ ৮ জুলাই ২০২২ , ১০:৩৮ পূর্বাহ্ণ

নাটক ও সিনেমার নন্দিত অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) সকালে তার মৃত্যু হয়। কালজয়ী এ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অভিনয় জগতে।

শোকের বিষাদ পৌঁছে গেছে সুদূর যুক্তরাষ্ট্রেও। সেখানে থেকে শর্মিলী আহমেদকে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘শ্রদ্ধেয় শর্মিলী আহমেদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’

শর্মিলী আহমেদ মায়ের ভূমিকায় অত্যধিক জনপ্রিয় ছিলেন। শুধু পর্দায় নয়, তিনি শোবিজ জগতের সবার কাছেই ‘মা’ হিসেবে পরিচিত ছিলেন। এ বিষয়টি উল্লেখ করে শাকিব খান আরও লিখেছেন, ‘অভিনেত্রী ও মা—দুই জায়গাতেই সফল ছিলেন শর্মিলী আন্টি। বিনয়ী, মিষ্টি হাসি আর অপূর্ব মায়ায় তিনি ছিলেন মাতৃসুলভ। বাংলা চলচ্চিত্র ও নাটকে সার্থক মায়ের চরিত্রে যে কয়জনকে দেখতে পাই, তাদেরই একজন শর্মিলী আন্টি। জ্ঞানী ও গুনের পুরোধা এ অভিনেত্রীর মৃত্যুতে জানাই গভীর শোক।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন শর্মিলী আহমেদ। শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর: