দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে বে‌ড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

  জাগো কণ্ঠ ডেস্ক ২৬ জুলাই ২০২৩ , ৩:০৪ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতা‌লে বে‌ড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ জন। বুধবার (২৬ জুন) এই তথ্য জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান। 

তিনি  বলেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে এসেছে। ঠাকুরগাঁওয়ে বে‌ড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। তাই চিকিৎসার পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০ জন। তবে যারা আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশই ঢাকা থেকে এসেছে।

ডেঙ্গু আক্রান্ত রোগী সাজেদুর রহমান বলেন, আমি নারায়ণগঞ্জে একটি কোম্পানিতে চাকরি করি। গত ৫ দিন থেকে আমার জ্বর। তার পর আমি জ্বর টেস্ট করায়। পরে জানতে পারি আমি ডেঙ্গু আক্রান্ত। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি হই। এখানকার চিকিৎসা ভালো।

হাসপাতালের সংক্রামক ব্যাধি ইউনিটে কর্মরত সিনিয়র নার্স আনোয়ারা খাতুন  বলেন, ডাক্তারদের দেওয়া চিকিৎসাপত্র অনুযায়ী আমরা রোগীদের সেবা প্রদান করে যাচ্ছি। রোগীদের অবস্থা বর্তমানে ভালো আছে।

আরও খবর: