অপরাধ

গোপনে দ্বিতীয় বিয়ে!প্রথম স্বামীর পেনশন আত্মসাৎ স্ত্রীর

  জাগো কণ্ঠ ডেস্ক ২৩ ডিসেম্বর ২০২৪ , ১২:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

শরীয়তপুরের ভেদরগঞ্জে সহকারী শিক্ষক মৃত বাবুল বেপারী(৪৫) এর স্ত্রী জান্নাতুল ইসলাম (শিল্পী) গোপনে দ্বিতীয় বিয়ে করে স্বামীর পেনশনের টাকা আত্মসাতের করার অভিযোগ উঠেছে।এখন স্বামীর মৃত্যুকালীন সরকারী অনুদান আত্মসাৎ করার চেষ্টা করছে বলে জানা যায়। এ ঘটনায় প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছে শিক্ষকের ভাই মালেক বেপারী। নিহত বাবুল বেপারী ৪৮ নং দঃ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে চাকুরি করতেন।

অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, বাবুল বেপারী (৪৫) চলতি বছরের মে মাসের ১২ তারিখে রাত ৮ টার দিকে অটো দিয়ে রশিদ বেপারীর বাজার থেকে কোদালপুর বালুচরায় যাওয়ার সময় চরফেলিজ এলাকায় সড়কদুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসা করান।পরে বাড়িতে তার স্ত্রী শিল্পীর দ্বারা ভুল ওষুধ সেবন করানো কারণে মারা যায়। কিন্তু তার স্ত্রী জান্নাতুল ইসলাম (শিল্পি) সহ ৭ ও ১০ বছরের দুটি ছেলে সন্তান রেখে গিয়েছে। বড় ছেলের নাম জুনায়েদ আহমেদ, ছোট ছেলের নাম মোঃ তাসরিয়ান মিয়া। কিন্তু তার স্ত্রী শিল্পীর নামে বাবুল বেপারীর পেনশনের নমিনি ছিল। বর্তমানে জান্নাতুল ইসলাম (শিল্পি) সখিপুর ৬ নং ওয়ার্ডের মালত কান্দি গ্রামের মালোয়েশিয়া প্রবাসী মোঃ বাবু মালতকে নতুন করে দ্বিতীয় বিবাহ করে। তবে বাবুল বেপারীর দুই সন্তানদের ভয় দেখিয়ে জিম্মি করে রেখেছে সে। এবং শিল্পী মৃত বাবুল বেপারীর পেনশনের ১৩ লাখ টাকা উত্তলোন করেছে।আইনানুযায়ী এ টাকা ত তার দুই সন্তান প্রাপ্য হবে। আবার এখন মৃত্যুকালীন সরকারী অনুদানের আরোও ৮ লক্ষ টাকা ও দাফনের জন্য ৩০ হাজার টাকা উত্তোলনের চেষ্টা করছে। তবে পেনশন আইনানুযায়ী কোন সরকারি চাকুরিজীবী মারা গেলে তার স্ত্রীর দ্বিতীয় বিবাহ হলে সেক্ষেত্রে পেনশন ভোগী হবেন তার ওরশজাত যেমন সন্তান/বাবা,মা। তাহলে সে কিভাবে পেনশনভোগী হলো?

অভিযোগকারী মালেক বেপারী বলেন, আমার ভাই মারা গেছে,তবে তার দুজন ছেলে সন্তান রয়েছে। পেনশনের টাকা ত তারা পাবে। কারন আমার ভাবি দ্বিতীয় বিবাহ করে ফেলেছে।তাই আমরা এঘটনার সুষ্ঠ সমাধান চাই।

জান্নাতুল ইসলাম শিল্পীকে মুঠোফোন কল দিলে তার দ্বিতীয় স্বামী বাবু মালত জানায়, আমি জান্নাতুলকে বিবাহ করেছি। এবং তার দুই ছেলে পালছি। তবে বাবুলের পেরশনের টাকা প্রতি আমার কোন লোভ নেই। ১৩ লাখ টাকা উঠিয়ে বাবুলের কিছু দেনা পরিশোধ করা হয়েছিলো।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল হাসান বলেন, আমরা ত জানি না যে বাবুল বেপারীর স্ত্রী দ্বিতীয় বিবাহ করেছেন। তাই পেনশন ছেড়ে দিয়েছি। এখন তারা ডিসি স্যারের বরাবর অভিযোগ করতে পারেন। যাতে মৃত্যুকালীন অনুদান যাতে না তুলতে পারে।আমাদের কাছে অভিযোগ দিলেও আমরা ব্যবস্থা নেব।

শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন অভিযোগটি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

আরও খবর: