দেশজুড়ে

গৃহবধূ হত্যার ২৮ বছর পর স্বামীসহ দুইজনের যাবজ্জীবন

  জাগো কণ্ঠ ডেস্ক ২৬ এপ্রিল ২০২৩ , ১১:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় যৌতুকের জন্য রুজিনা নামের এক গৃহবধূকে হত্যার ২৮ বছর পর স্বামীসহ ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক সাইফুল এলাহী এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-  গৃহবধূর স্বামী রুহুল আমিন এবং রুহুল আমিনের বোন খালেদা বেগম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সুলতানুল আলম চৌধুরী জানান, ১৯৯৫ সালের ২৬ জানুয়ারি পেকুয়ার রাজাখালীর রুহুল আমিনসহ পরিবারের সদস্যরা রুজিনাকে গলা কেটে হত্যা করেন। যৌতুকের দাবিতে তারা এই হত্যাকাণ্ড ঘটায়। এই ঘটনায় নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ২৮ বছর বিচারিক কার্যক্রম চলার পর আদালত আজ এই রায় দেন।

আরও খবর: