জাতীয়

কীটনাশকে ২৫ কোটি টাকা ব্যয় করবে ‘ডিএসসিসি’

  জাগোকন্ঠ ৫ আগস্ট ২০২২ , ১১:০১ পূর্বাহ্ণ

২০২২-২০২৩ অর্থবছরের জন্য ছয় হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার নগরভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

২০২২-২০২৩ অর্থবছরের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে মশক নিধনে ব্যবহৃত কীটনাশকে, যা ২০২১-২২ অর্থবছরের বাজেটে ছিল ২২ কোটি ৫৫ লাখ টাকা। পরে সংশোধিত বাজাটে তা ২২ কোটি ১২ টাকা করা হয়।

এ ছাড়া মশক নিধনে ফগার, হুইল, স্প্রে মেশিনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নগরভবনে বরাদ্দ আছে ৫ লাখ, ওষুধের জন্য ২ লাখ, নিজস্ব ব্যবস্থাপনায় কুকুর নিয়ন্ত্রণে বরাদ্দ ১২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত দুই অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র তাপস। দায়িত্ব নেওয়ার পর এটি তার তৃতীয় বাজেট ঘোষণা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত করপোরেশন সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত ১ হাজার ৯২৩ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। ২০২১-২২ অর্থবছরে ৬ হাজার ৭৩১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল।